অতিরিক্ত ধান উৎপাদন হওয়ায় ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর চিন্তাভাবনা - increasing the target of buying rice
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5723240-603-5723240-1579106209484.jpg)
কোচবিহার জেলায় এবার অতিরিক্ত ধান উৎপাদন হওয়ায় খুশির বদলে চিন্তায় কৃষকদের একাংশ । তাই জেলায় এবার ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়াতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে চিঠি পাঠানোর জন্য জেলাশাসককে নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ । ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির মিটিংয়ে আজ এই নির্দেশ দেন তিনি ।