"সৃষ্টি সুখের উল্লাসে" মাতল মেচেদা - Mecheda durga puja
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9292466-1013-9292466-1603515368753.jpg)
পূর্ব মেদিনীপুরের মেচেদার আরাধ্য পুজো কমিটির এবারের থিম "সৃষ্টি সুখের উল্লাসে "৷ দৈনন্দিন জীবনের অব্যবহৃত সাইকেল, মোটর বাইকের টায়ার, তেলের টিন, মবিলের বোতল, কাঁচের বোতল, প্লাস্টিকের ভাঙা আসবাবপত্রের মতো জিনিস দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ ৷ মণ্ডপের সঙ্গে মানানসই বাস ও ট্রাকের টায়ারের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা । যদিও পুজোর জন্য রাখা হয়েছে অপর একটি মৃন্ময়ী মূর্তিও ।