উত্তরপাড়ায় ইভটিজ়ার সন্দেহে যুবককে গণপিটুনি - মহিলাকে কটুক্তি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4803684-thumbnail-3x2-uttar.jpg)
উত্তরপাড়ায় এক যুবককে গণপিটুনি দেওয়া হল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তরপাড়ার BSNL অফিসের সামনে গত কয়েদিন ধরে ইভটিজ়ারদের দৌরাত্ম্য বেড়েছে ৷ সন্ধের সময় মেয়েরা ওই রাস্তা দিয়ে গেলে তাদের উত্যক্ত করা হয় ৷ গতকাল BSNL অফিসের সামনে দুই যুবককে দেখতে পেয়ে ঘিরে ধরেন স্থানীয়রা৷ একজন পালিয়ে গেলেও অন্যজনকে বেধড়ক মারধর করা হয়৷ পরে তাকে অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ৷ দেখুন ভিডিয়ো ...