ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি - Junglemahal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5112070-thumbnail-3x2-goat.jpg)
ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দেওয়া হল ৷ মঙ্গলবার কাঁকসার নিমটিকুড়ি গ্রাম থেকে দুই যুবক ছাগল চুরি করে বাইকে চেপে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ ৷ এলাকার বাসিন্দারা তা দেখতে পেয়ে অন্য বাইকে সেই দুই যুবকের পিছু নেয় ৷ অযোধ্যা গ্রামে গিয়ে ওই দুই চোরকে ধরে বেধড়ক মারধর করে তাদের বাইক পুড়িয়ে দেওয়া হয় ৷ দুই অভিযুক্তের নাম সেখ রফিক এবং সেখ শরিফুদ্দিন ৷ দুজনেই বীরভুমের মামুদপুর এলাকার বাসিন্দা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে কাঁকসা থানার পুলিশ আসে ৷ পুলিশ এসে দুই যুবককে আটক করে স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে ।