আজ থেকে দর্শনাথীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দির - দক্ষিণেশ্বর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 24, 2021, 2:55 PM IST

টানা 39 দিন বন্ধ থাকার পর আজ দর্শনার্থীদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির । আজ বৃহস্পতিবার জগন্নাথদেবের স্নানযাত্রার শুভদিনে পুনরায় সকলের জন্য দক্ষিণেশ্বর মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ । করোনা আবহে 15 মে থেকে বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দির ৷ সাধারণের জন্য খুলে দেওয়া হলেও মন্দিরের সময়সূচিতে কিছুটা বদল আনা হয়েছে । সকাল ছ'টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকবে ৷ সন্ধ্যা ছ'টায় আরতির পর মন্দির বন্ধ হয়ে যাবে । একসঙ্গে 20 জনের বেশি দর্শনার্থী মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না । করোনা সতর্কতা মানলে তবেই প্রবেশ করা যাবে । এই মুহূর্তে মন্দির মেরামতির কাজ চলছে । সেকারণে শুধুমাত্র মূল মন্দিরেই ভক্ত ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.