কোরোনা মোকাবিলায় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিল আলিপুরদুয়ার - কোরোনা মোকাবিলা
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে জনতা কারফিউয়ে আস্থা রেখে কোরোনা মোকাবিলায় কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের কাঁসর, ঘণ্টা,করতালি দিয়ে উৎসাহ দিলেন আলিপুরদুয়ারের বাসিন্দারা ৷ জেলার কোনও ব্লকে আজ যানবাহন চলাচল করেনি । বসেনি হাট-বাজার ৷