মাথা গোঁজার ঠাঁই বাঁচাতে আপ্রাণ চেষ্টা সুন্দরবনের বাসিন্দাদের - সানকিজাহান গ্রাম
🎬 Watch Now: Feature Video
নদীর ধারে বাস, ভাবনা বারো মাস ৷ নিজেদের ঘর নিজেদের বসত বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দারা । এই ব্লকের সানকিজাহান গ্রামের পিয়ালী ও মাতলা নদীর পাড়ের গ্রামগুলিতে প্রতিবারই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় l নদী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয় ৷ বারে বারে মানুষ গৃহহীন হয়ে পড়েন l এরই মধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে চলেছে ৷ তাই নিজেরাই উদ্যোগ নিয়ে শুরু করেছেন মাটির ভাঙা বাঁধ মেরামতের কাজ l সানকিজাহান কলোনি, কৈখালী খেয়াঘাট সংলগ্ন অংশে lগ্রামের পুরুষ-মহিলা নির্বিশেষে নিজেরাই পিয়ালী নদীর চরের মাটি কেটে বাঁধ মেরামত করছেন ৷ যাতে রক্ষা পাওয়া যায় যশের হাত থেকে l পাশে রয়েছেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল ও ব্লক প্রশাসন l একশো দিনের কাজের মাধ্যমেই পুরুষ মহিলারা সেই নদী বাঁধ মেরামতের কাজ করছেন ৷