রঘুনাথপুরে নির্মিত হল মহিলা থানার নতুন কার্যালয় - রঘুনাথপুরে নির্মিত হল মহিলা থানার নতুন কার্যালয়
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়া জেলার রঘুনাথপুরে উদ্বোধন হল নতুন মহিলা থানার কার্যালয় ৷ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ৷ তিনি বলেন,"মহিলাদের জন্য আলাদা একটি কার্যালয়ের প্রয়োজন ছিল ৷ সেজন্যই এই কার্যালয় নির্মাণ ৷ পরবর্তীকালে সরকার থেকে আলাদা করে যদি কোনও জমি পাওয়া যায়, সেক্ষেত্রে সুন্দর করে কার্যালয় সাজানোর ইচ্ছে আছে" ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুরের আইসি সঞ্জয় চক্রবর্তী, রঘুনাথপুর মহিলা থানার ওসি অর্পিতা দাস সহ অন্যান্য আধিকারিকেরা ।