ত্রিপুরাতে বর্বরোচিত হায়নাদের সরকার চলছে : সুজাতা - sujata mondal khan
🎬 Watch Now: Feature Video
"ত্রিপুরায় তৃণমূলের উপর আক্রমণ আদিম যুগের বর্বরতার পরিচয় ৷" চন্দ্রকোনায় রক্তদান শিবিরে এসে এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ । বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের ভগবন্তপুর 1 অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণপুর ফুটবল ময়দানে রক্তদান শিবিরে এসে তিনি বলেন, "ত্রিপুরায় আমাদের উপর এই অত্যাচারের দরুন আরও বেশি করে ত্রিপুরা দখলে ঝাঁপিয়ে পড়ব আমরা ৷ আমাদের লড়াই আগামী 2023-এর নির্বাচন পর্যন্ত জারি থাকবে যতক্ষণ না ত্রিপুরা দখল হয় । ত্রিপুরাতে বর্বরোচিত হায়নাদের সরকার চলছে ৷"