নিম্নচাপের কারণে দিঘায় জারি সর্তকতা - red alart in digha due to Bad weather
🎬 Watch Now: Feature Video
প্রায় পাঁচমাস পর দিঘার সমুদ্র সৈকতে আবার ভিড় করতে শুরু করেছেন পর্যটকেরা ৷ তবে নিম্নচাপের কারণে দিঘায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ চলছে মাইকিং ৷ দিঘা-সহ উপকূলবর্তী একালাগুলোতে সৃষ্টি হয়েছে নিম্নচাপ । সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি হচ্ছে । আবহাওয়া দপ্তরের তরফে আগেই 15 ও 16 অগাস্ট জারি করা হয়েছিল সর্তকতা ৷ মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ, সিভিক ভলান্টিয়ার, নুলিয়া । দেখুন ভিডিয়ো...