ছয় পায়ের বাছুর ছানা দেখতে ভিড় বিনপুরে - cow
🎬 Watch Now: Feature Video
বিরল প্রজাতির বাছুর ছানাকে ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামের বিনপুরের এক নম্বর ব্লকের বাঁদরবনী গ্রামে । গতকাল রাতে স্থানীয় বাসিন্দা সাবিরুদ্দিন আলির বাড়ির গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয় । সেই ছানাকে দেখতে এলাকার মানুষের উৎসাহ । সাবিরুদ্দিন জানান, অনেকেই কিনতে আগ্রহী বাছুরকে । তিনি আরও দাবি করেন এই এলাকায় এই প্রথম এই প্রকার বাছুর ছানা হয়েছে । তাই সকলের দেখার আগ্রহ বিশাল ।