"মুখ্যমন্ত্রী পুলিশকে বগলদাবা করে রেখেছেন" - মুখ্যমন্ত্রী পুলিশকে বগলদাবা করে রেখেছে , বললেন অগ্নিমিত্রা পাল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9389374-thumbnail-3x2-agnimitra.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশকে বগলদাবা করে রেখেছে ৷ বললেন BJP - র রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, " মুখ্যমন্ত্রী পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন । রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না ৷ আমাদের BJP - র সরকার এলে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে । একদিনে বলতে পারব না পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল কালচার ফিরে আসবে ৷ আমাদের সরকার যখন গড়ব , তখন বিচার হবে ৷ পুলিশ শিঁরদাড়া সোজা করে কাজ করবে ৷ " শুনে নিন . . .
TAGGED:
Agnimitra Pal ,BJP ,raniganj