বাড়ছে জল ছাড়ার পরিমাণ, বন্যা পরিস্থিতি রুখতে তৎপর জেলা প্রশাসন - water released from dam

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 2, 2021, 2:30 PM IST

একদিকে অবিরাম বৃষ্টি, আর একদিকে মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে জল ৷ এর ফলে বিপদসীমার কাছাকাছি অজয় ও দামোদর । হু হু করে জলস্তর বাড়তে থাকায় দামোদর তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে । একইরকমভাবে প্রবল বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে বিহারের তেনুঘাট জলাধারেও । এই পরিস্থিতিতে শনিবার তেনুঘাট থেকে 1 লাখ 15 হাজার কিউসেক জল ছাড়া হয় । তেনুঘাট ডিভিসির অন্তর্গত না হলেও ওই জলাধারের জল পাঞ্চেতে ঢোকে ৷ তাতেই জল বাড়ছে পাঞ্চেতে ৷ ডিভিসি সূত্রে খবর, ইতিমধ্যেই জলাধারগুলি জলধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার 1 লাখ কিউসেক পর্যন্ত জল ছাড়ার অনুমতি দিয়েছে । তেনুঘাট থেকে জল আরও বেশি ছাড়লে কিংবা নতুন করে বৃষ্টি হলে জলস্তর আরও বাড়বে । তখন ফের জল ছাড়তে হতে পারে । সে বিষয়েও জানানো হয়েছে । গোটা পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়েছে। প্রতিমুহূর্তে দুই জলাধারের সমস্ত তথ্য রাজ্য সেচ দফতর ও কেন্দ্রীয় জল কমিশনে পৌঁছে দেওয়া হচ্ছে । বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম তৎপরতা শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । যদিও বড়সড় দুর্ঘটনা এড়াতে প্লাবিত এলাকার গ্রামবাসীদের আগাম উদ্ধার করে পার্শ্ববর্তী স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.