প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা - temporary-road-collapsed
🎬 Watch Now: Feature Video
রাতভর প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা । বাগডোগরার কাছে 31 নম্বর জাতীয় সড়কে ইস্ট-ওয়েস্টে কাজ চলছে । নির্মীয়মাণ ব্রিজের পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা ছিল । বৃষ্টির জলের তোড়ে আজ সকালে ধসে যায় সেই রাস্তা । যান চলাচল ব্যাহত হয় ।