ভরা কোটালে ফের ডুবল গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণ - ভরা কোটালে ডুবল সাগর মন্দির প্রাঙ্গণ, পূর্ণিমার জেরে বাড়ল জলস্তর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11916155-thumbnail-3x2-sagar.jpg)
যশের প্রভাবের এখনও 48 ঘণ্টাও কাটেনি ৷ জলমগ্ন গোটা জেলার একাংশ ৷ কোথাও আবার জল বইছে বিপদসীমার ওপর দিয়ে ৷ তার ওপর ভরা কোটালের জেরে আবারও আতঙ্ক ছড়াল গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে ৷ সকাল হতেই মন্দির প্রাঙ্গণে সাগরের জল আবার ঢুকতে শুরু করেছে ৷ আর এই ঘটনার জন্যেই ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে মন্দিরে থাকা সাধুসন্তদের মধ্যে। বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় যশের প্রভাব তেমন একটা না পড়লেও পূর্ণিমার ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাসে বানভাসি হয়েছে গোটা দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা ৷ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।