আমার এলাকায় দাঙ্গার চেষ্টা হলে মেরে মাথার হাড় ভাঙব : তপন দাশগুপ্ত - Polaba
🎬 Watch Now: Feature Video
রাজ্যের বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তপন দাশগুপ্ত ৷ গতকাল পোলবার দাদপুরে পথশ্রী প্রকল্পের সূচনা করতে আসেন তিনি ৷ সেখান থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, "আমার এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা হলে মেরে মাথার হাড় ভাঙব । আমি সিপিএমের সঙ্গে লড়াই করেছি । এই জেলায় 12 বছর জেলা সভাপতি ছিলাম । সিপিএমকে ফাঁকা করে দিয়েছে হুগলি জেলা থেকে । বিজেপির যে দু'একটা আছে কমরেড থেকে বিজেপি হয়ে গেছে তাঁদেরেও ফাঁকা করে দেব ।"