জয় শ্রীরাম বললে ভূত-প্রেতরা রেগে পালিয়ে যায়, মমতাকে খোঁচা শুভেন্দুর - suvendu mocks mamata for getting angry over jay sriram chant
🎬 Watch Now: Feature Video
"জয় শ্রীরাম বললে ভূত-প্রেতরা পালিয়ে যায় । ভূতেরা রেগে যায় । তাই জয় শ্রীরাম বললে একজন রেগে যাচ্ছেন ।" নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী । আজ বিকেলে কালনার জনসভায় যোগ দিয়ে গদা হাতে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করেন তিনি ।