বিধানসভা ভোট দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হবে, দাবি সূর্যকান্তর - বিধানসভা ভোট 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10540390-thumbnail-3x2-wb-pio.jpg)
"বাংলায় দুই যুযুধান দল খেলা হবে বলে হুঙ্কার দিচ্ছে সবাই । কিন্তু বিধানসভা ভোট দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হবে ।" হাওড়া সাঁকড়াইলের বাম-কংগ্রেসের যৌথ সভা থেকে বললেন বাম পরিষদীয় দলনেতা সূর্যকান্ত মিশ্র । তিনি আরও বলেন, "যারা সরকারে আছে তারা দরকারে নেই । যারা দরকারে আছে তাদের সরকারে চাই । এই বিকল্পকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে ।"