আলিপুরদুয়ারের দোলে উঠে এল রবীন্দ্রভারতী বিতর্ক - রবীন্দ্রভারতীর প্রাক্তনী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6356395-thumbnail-3x2-alp.jpg)
নরমে গরমে সুপারহিট আলিপুরদুয়ারের দোল উৎসব ।এই দোল উৎসব পালনের মধ্যে দিয়েই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরোধিতা করে গর্জে উঠলেন আলিপুরদুয়ারের বিধায়ক থেকে শুরু করে রবীন্দ্রভারতীর প্রাক্তনী ৷ জেলার দোল উৎসবের প্রায় সব অনুষ্ঠানেই রবীন্দ্রভারতী ঘটনার বিরোধিতার পাশাপাশি চলল কোরোনা ভাইরাস(COVID-19) নিয়ে সচেতনতামূলক প্রচার ।