Sree Bhumi Sporting: শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো নিয়ে সুজিতকে দায়িত্বশীল হতে পরামর্শ কল্যাণের - দমকল মন্ত্রী
🎬 Watch Now: Feature Video
দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং-এর পুজোয় ভিড়কে ডেকে আনা হয়েছে বলে অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে করোনাকে নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারের যে চেষ্টা, সেই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে বলে জানালেন কল্যাণ ৷ এ দিন শ্রীরামপুরের গান্ধি ময়দানে মহানবমীর পুজো করেন তৃণমূল সাংসদ ৷ সেখানেই শ্রীভূমি স্পোটিংয়ের পুজোর চাকচিক্কের সমালোচনা করেন তিনি ৷ সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী হিসেবে করোনা সংক্রমণ রোধে সুজিত বসুর যে দায়িত্ব অনেক বেশি তাও মনে করিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷