অভিনয় না করে খাঁ পদবি ত্যাগ করুক, সুজাতাকে কটাক্ষ সৌমিত্রর - sujata khan
🎬 Watch Now: Feature Video
অভিনয় না করে সুজাতা খাঁ পদবি ত্যাগ করুক । এই খাঁ পদবি ত্যাগ করলেই সৌমিত্র ভালো থাকবে । জলপাইগুড়িতে তাঁর নামে সুজাতার পুজো দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । গতকাল তিনি বর্ধমানে দলীয় কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন ।