KMC Election 2021 : তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ সুজনের - sujan chakraborty on kmc election 2021
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌর নির্বাচন নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on kmc election 2021) ৷ তাঁর বক্তব্য,"নির্বাচন কমিশন আগে কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করত । এখন রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাচ্ছে । আর রাজ্য পুলিশ মানেই তো তৃণমূলের দলদাস ৷ ত্রিপুরা নির্বাচনে যেমন বিজেপি করেছে পশ্চিমবাংলায় তেমন তৃণমূল করবে ৷ দুজনই সমানতালে চলছে ৷ কিন্তু মানুষ এর উত্তর দেবে ৷ আমরা মানুষের সঙ্গে সেই লড়াইয়ে আছি ৷ তৃণমূল যদি ভাবে ত্রিপুরায় বিজেপির মতো পশ্চিমবঙ্গেও বিরোধী শূন্য শাসন চালাবে তাহলে সেটা ভুল ৷"