জনবিরোধী, ভাষণবাজির বাজেট: সুজন - sujan Chakraborty reaction on budget 2020
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5921048-thumbnail-3x2-kk.jpg)
কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । বলেন, "বাজেটে এত মিথ্যে ভাষণ এর আগে কোনওদিন হয়েছে বলে মনে হয় না ৷ এটা একটা স্লোগানধর্মী বাজেট ৷ ভাষণবাজির বাজেট এটা ৷" তিনি আরও বলেন, "এই বাজেটে প্রকৃত অর্থে সাধারণ মানুষের কোনও উপকার হবে না ৷ গ্রামীণ অর্থনীতি, বেকারত্ব দূর করার কোনও সুরাহা নেই ৷ এটা PPP মডেলের বাজেট ৷ এই বাজেটে গ্রামীণ অর্থনীতির বরাদ্দ কমানো হয়েছে ৷"