মইদুলের মৃত্যুর তদন্তের দাবিতে বোলপুর থানা ঘেরাও - মইদুল ইসলাম মিদ্যা
🎬 Watch Now: Feature Video
নবান্ন অভিযানের সময় "লাঠিচার্জে" আহত যুবক মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর তদন্ত চেয়ে বোলপুর থানা ঘেরাও করল বাম ছাত্র সংগঠনগুলি । মিছিল করে এসে বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাঁরা । স্লোগান দিতে দিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ । প্রসঙ্গত, কর্মসংস্থান ও শিল্পের দাবিতে 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযান করে বাম ছাত্র-যুব সংগঠনগুলি । সেই সময় বাধা দেয় পুলিশ । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আহত হন বাঁকুড়ার যুবক মইদুল ইসলাম মিদ্যা । গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল । আজ সকালে তাঁর মৃত্যু হয় । এরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম-ছাত্র যুব সংগঠনগুলি । মইদুলের মৃত্যু তদন্তের দাবিতে এদিন বোলপুর থানা ঘেরাও করে বাম ছাত্র-যুব সংগঠন । শ্রীনিকেতন রোড দিয়ে মিছিল করে এসে বোলপুর থানা ঘেরাও করা হয় । রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দীর্ঘক্ষণ চলে অবস্থান-বিক্ষোভ। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কমব্যাট ফোর্স।