ট্যাবের টাকা না মেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের - ট্যাবের টাকা না মেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
🎬 Watch Now: Feature Video
ট্যাবের টাকা না মেলায় রাস্তা অবরোধ করা বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো ট্যাব কেনার টাকা না পেয়ে জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের উপর বসে পড়ে কয়েকশো ছাত্র-ছাত্রী । তাদের অভিযোগ, মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পরও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ৷ এই বিষয়ে স্থানীয় বিডিও শোভন দাস বলেন, "IFSC কোড নিয়ে সমস্যা হয়েছে । এটা ব্যাঙ্কের গাফিলতি । দু'এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে ।