Malda students Agitation :দ্রুত ক্লাসরুম চালুর দাবিতে গান বেঁধে পথে নামল পড়ুয়ারা - Malda students agitates for opening the classrooms

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2022, 5:37 PM IST

স্কুল খোলার দাবিতে গান বেঁধে পথে নামল পড়ুয়ারা (Malda students agitates for opening the classrooms )। তাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে শিক্ষক-শিক্ষিকারাও। শুক্রবার দুপুরে পথচলতি মানুষজনও সমর্থন জানালেন খুদেদের এই দাবিকে ৷ দ্রুত স্কুল খোলার দাবিতে শিক্ষকদের সঙ্গে আজ চাঁচলের মহকুমাশাসককে স্মারকলিপিও জমা দেয় পড়ুয়ারা ‘চাই না আর গুগল জুম, আমরা চাই স্কুল ক্লাসরুম…’। মাইকে কচি গলায় শোনা গেল এমনই গান ৷ হাতে স্কুল খোলার দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে বসে পড়ে বেশ কিছু পড়ুয়া। সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও। পড়ুয়াদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে শিক্ষা বাঁচাও কমিটিও। সংগঠনের চাঁচল মহকুমা সম্পাদক ঝন্টুকুমার রবিদাস বলেন, “কোভিডের মধ্যেও এখন সমস্ত কিছুই খুলে গিয়েছে । শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে রাখা হয়েছে। তাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ক্লাসরুম খোলার দাবিতে আজ আমরা পড়ুয়াদের এই আন্দোলনের পাশে রয়েছি। বিক্ষোভে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিক-শিক্ষিকারা শামিল হয়েছেন। আজ আমরা মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতে চাই। অবিলম্বে ক্লাসরুম না খোলা হলে আমরা আরও বড় আন্দোলনে নামব।”

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.