রাজ্যপালের কাছে ক্ষমা চাওয়া উচিত রাজ্য সরকারের : মুকুল - State Govt should be sorry for their behavior to Governor
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4779768-thumbnail-3x2-qq.jpg)
"দুর্গাপুজো কার্নিভালে ডেকে অপমান করা হয়েছে রাজ্যপালকে ।" জগদীপ ধনকড়ের এই বক্তব্যের পর এনিয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় । তাঁর কথায়, "এই ঘটনা নিশ্চিতভাবে অন্যায় । রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । তাঁকে ডাকলেনই বা কেন, অপমানই বা করলেন কেন । এটা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে । ফলে মমতা ব্যানার্জির সরকারের রাজ্যপালের কাছে ক্ষমা চাওয়া উচিত ।" দেখুন ভিডিয়ো...