"বাংলা, কেরালার সরকার দেশবিরোধী কার্যকলাপকে আশ্রয় দিচ্ছে" - দেশবিরোধী কার্যকলাপ
🎬 Watch Now: Feature Video
সব থেকে বেশি দেশবিরোধী কার্যকলাপ চলছে বাংলা এবং কেরালায় ৷ সারা দেশ এখন ঠান্ডা ৷ কোথাও সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই ৷ কাশ্মীরের কিছু এলাকায় সামান্য আছে ৷ তা ঠান্ডা হয়ে যাবে ৷ কিন্তু বাংলা আর কেরালা ঠান্ডা হচ্ছে না ৷ কারণ বাংলা ও কেরালার সরকার এই সমস্ত দেশবিরোধী কার্যকলাপকে আশ্রয় দিচ্ছে ৷ সহযোগিতা করছে ৷ মন্তব্য BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷