Puja Parikrama : শোভাবাজার রাজবাড়ির পুজোয় সাবেকিয়ানার 232 বছর - পুজো পরিক্রমা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13341645-905-13341645-1634099629457.jpg)
232 বছরে পা দিল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ৷ বুধবার সকাল থেকে শুরু হয়েছে অষ্টমীর পুজো ৷ নিয়ম মাফিক প্রতি বছর অষ্টমীর পুজোর পরই সন্ধিপুজো হয় ৷ তবে এবার সন্ধিপুজোর তিথি রাত পৌনে বারোটায় ৷ তাই সেই তিথি মেনেই সন্ধিপুজো করা হবে ৷ কোভিড আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পুজো চলছে বলে জানিয়েছেন রাজ পরিবারের সদস্যরা ৷