Purulia After School Reopening : শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে পুরুলিয়ার চিত্রটা কী ? - পুরুলিয়ায় স্কুল খোলার ছবি
🎬 Watch Now: Feature Video
পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের খুলে গেল স্কুলের দরজা ৷ এতদিন পর জেলায় জেলায় পড়ুয়া ভর্তি ক্লাস যেন চোখকে শান্তি দিচ্ছে ৷ পুরুলিয়াতেও সেই ছবি ধরা পড়ল ৷ সংক্রমণ এড়াতে প্রতিটি স্কুলেই মানা হচ্ছে করোনা বিধি ৷ দেওয়া হয়েছে নির্দেশিকার ব্যানার ৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার ৷ স্কুলের পাশাপাশি পিছিয়ে নেই কলেজ- বিশ্ববিদ্যালয়গুলিও ৷ লাইন দিয়ে পড়ুয়াদের থার্মাল স্ক্রিনিং করে তবেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ৷ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আজ প্রথম দিনে শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া খুশি সকলেই ৷