বারাসাতে পুলিশি নজরদারি, লকডাউন অমান্য করায় গ্রেপ্তার 100 - জেলাসদর বারাসত
🎬 Watch Now: Feature Video
লকডাউনের দ্বিতীয় দিনেও কার্যত সুনসান উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত । একমাত্র জরুরি পরিষেবার দোকান ছাড়া সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে সকাল থেকেই । 34 ও 35 নম্বর জাতীয় সড়কে একমাত্র পণ্যবাহী গাড়িই চলাচল করছে । শহরের মূল রাস্তায় চলছে নাকা চেকিং । যে সমস্ত ছোটো-বড় গাড়ি রাস্তায় বের হচ্ছে তাঁদের পর্যাপ্ত কারণ দেখাতে হচ্ছে পুলিশের কাছে । সকাল থেকেই পুলিশি নজরদারি চলছে । পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও । লকডাউন অমান্য করায় শেষ পাওয়া খবর পর্যন্ত মোট 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।