মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে দশমীর সিঁদুরখেলায় মাতলেন মহিলারা - রায়গঞ্জে সিঁদুরখেলা
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে মহিলাদের সিঁদুর খেলতে দেখা গেল । বিভিন্ন ক্লাবের পুজোয় পনেরো জন করে এসে মাকে সিঁদুর দিয়েছেন । মাস্ক পরে মাকে বরণ ও সিঁদুরখেলা চলে মণ্ডপে মণ্ডপে । সিঁদুর খেলার চিত্র ধরা পড়েছে রায়গঞ্জের ঐক্য সন্মিলনী ক্লাবে । মায়ের পায়ে সিঁদুর দিয়ে এয়োস্ত্রীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন ।