সিদ্দিকুল্লার অভিযোগ মিথ্যে, দাবি অনুব্রতর - অনুব্রত মণ্ডল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9687982-199-9687982-1606492251954.jpg)
স্বাধীনভাবে কাজ করতে বললে করব, কারও অনুগত হয়ে কাজ করতে পারব না। এক প্রভাবশালী তৃণমূল নেতার নির্দেশে মঙ্গলকোটে তাঁর অনুগামী তৃণমূল কর্মীদের গাঁজা কেস দিয়ে মিথ্যা অভিযোগে জেলে পুরে দেওয়া হচ্ছে এবং ওই প্রভাবশালী নেতার মদতে সেখানে অবৈধ কাজকর্ম চলছে ৷ দিন কয়েক আগে বর্ধমানে এসে জেলাশাসক ও SP-র কাছে নাম না করে অভিযোগ জানিয়েছিলেন মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তাঁর অভিযোগ যে অনুব্রত মন্ডলের দিকেই তা বুঝতে কারও বাকি ছিল না ৷ শুক্রবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এক সভায় সিদ্দিকুল্লার এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন অনুব্রত।