চিনা দ্রব্য বর্জনের ডাক শুভেন্দুর গলায় - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9534971-1103-9534971-1605266099891.jpg)
কিছুদিন আগেই নন্দীগ্রামে "ভারতমাতা জিন্দাবাদ" বলে ধ্বনি দিয়েছিলেন তিনি ৷ আজ তমলুকে কালীপুজোর উদ্বোধনে এসে তাঁর গলায় ফের জাতীয়তাবাদের সুর ৷ চিনা দ্রব্য বর্জনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার মন্ত্রী শুভেন্দু অধিকারী তমলুকের উত্তরণ ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন। সাংবাদিকদের তিনি বলেন," কোরোনা আবহে এবছরের পরিবেশটা একটু অন্যরকমের ৷ স্বাস্থ্যবিধি মেনে আদালতের নির্দেশ মেনে আমরা যেভাবে শারদ উৎসব পালন করেছি সেভাবেই কালীপুজোও পালন করব।" চিনের আক্রমণে ভারতের বীর জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি এদিন চিনের দ্রব্য টুনি বাল্ব বর্জনের আহ্বান জানান ৷ শুভেন্দু বলেন, "চাইনিজ় প্রোডাক্টের বাল্ব বা আলো কোউ কিনবেন না। কয়েকমাস আগেই সীমান্তে আমাদের দেশের বীর সন্তানদের খুন করেছে চিন। তাই কেউ কিনবেন না ৷ সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন। অথবা মাটির ভাঁড়ে মোম জ্বালিয়ে ব্যবহার করুন। অল্প সময়ে জ্বললেও এই অভ্যাসটাই আমাদের করা উচিত।"