গুটখা-পান মশলা বিক্রি বন্ধ হতে চলেছে , দেখুন কী বলছেন ব্যবসায়ীরা - গুটখা-পান মশলা বিক্রি বন্ধ হতে চলেছে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4935788-thumbnail-3x2-aa.jpg)
গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলই । আইনের ফাঁক গলে তাই আলাদাভাবে পান মশলা এবং পরিমাণ মতো তামাক বিক্রি হচ্ছিল । গতকাল পান মশলা বিক্রিতে সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার । 7 নভেম্বর থেকে এ রাজ্যে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পান মশলার । আর এতেই বেজায় চটেছেন দোকানদারেরা । তাঁদের কথায়, "পান মশলা এবং তামাক বিক্রি হয় অনেক । বিক্রি বন্ধ না করে উৎপাদন বন্ধ করলেই হয় । তাহলে তো এমনিই বিক্রি বন্ধ হয়ে যাবে । কারণ মানুষ কিনতে চাইলে তো আমরা দেব ।" দেখুন ভিডিয়ো ...