ইংরেজবাজারে পুলিশকর্মী-শিবসেনা বচসা-অবরোধ - ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদা শহরে
🎬 Watch Now: Feature Video
সমস্ত ডাক্তারের ফি 200 টাকা করা , সমস্ত ডাক্তারের চেম্বারে মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করাসহ মোট চার দফা দাবিতে মালদা শহরের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে ডেপুটেশন জমা দিতে যায় শিবসেনা। কিন্তু আইএমএ সভাপতি অনুপস্থিত থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শিবসেনা কর্মীরা । এরপরে মালদা শহরের পুলিশ সুপারের ভবন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অবরোধে আটকে পড়ে পুলিশ আধিকারিকের গাড়ি ৷ ইংরেজবাজার থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিবসেনার কর্মীরা । তাঁদের হঁশিয়ারি, যতক্ষণ না আইএমএ-র সভাপতি ডেপুটেশন জমা নিচ্ছেন, ততক্ষণ তাঁদের বিক্ষোভ চলতে থাকবে ৷