কাল কাঁথিতে সভা তৃণমূলের, জানেন না শিশির অধিকারী - কাঁথিতে তৃণমূলের সভা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 22, 2020, 10:01 PM IST

আগামীকাল কাঁথিতে তৃণমূলের পথসভা ও জনসভা ৷ অথচ তা জানেন না শিশির অধিকারী ৷ রাত পোয়ালেই তৃণমূলের জনসভা ও পথসভা কাঁথি শহরে । এদিন সভার প্রস্তুতি দেখে গেলেন রাজ্য তৃণমূল যুবর সহকারী সভাপতি সুপ্রকাশ গিরি । তার কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারও পরিদর্শন করে গেলেন। কিন্তু এতবড় এই দলীয় কর্মসূচির কথা জানেনই না পূর্ব মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি ও কাঁথির সাংসদ শিশির অধিকারি। তিনি ফোনে জানান," আগামী কালের কর্মসূচির কথা আমি জানি না। আপনাদের মুখ থেকে শুনছি ।" শিশিরবাবুকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে জেলার কো-অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি চিঠি দিয়ে জানিয়েছেন ? এর উত্তরে শিশিরবাবু বলেন, "আমার ঠিকানা উনি জানেন ?" শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ঘরের উপর মাইক বেঁধে গালিগালাজ করা হচ্ছে বলেও শিশিরবাবু অভিযোগ করেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.