SFI Road Block for School Reopening : স্কুল খোলার দাবিতে রাজ্য সড়ক অবরোধ এসএফআইয়ের - school reopening issue
🎬 Watch Now: Feature Video
অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI Road Block for School Reopening) ৷ এর জেরে বাস, লরি আটকে পড়ায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই বিষয়ে এসএফআইয়ের উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য মহম্মদ নুর আলম বলেন, "রাজ্য সরকার প্রায় সব কিছুই খুলে দিয়েছে । চলছে খেলাধূলা, মেলা, উৎসব, অনুষ্ঠান । চলছে ট্রেন, বাস-সহ সমস্ত যানবাহন । অথচ বিনা কারণে বছরের পর বছর ধরে বন্ধ রেখে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান । ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে চরম অবহেলা করছে রাজ্য সরকার । আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের দ্বারস্থ হব । তবু আমরা স্কুল কলেজ খুলবই । আজ এরই প্রতিবাদে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আমাদের আন্দোলন ।’’