SFI Agitation in Barasat : স্কুল-কলেজ খোলার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার বারাসতে - barasat news
🎬 Watch Now: Feature Video
অবিলম্বে স্কুল ও কলেজ খোলার দাবিতে সোমবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা বারাসতে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখালেন । মিছিল করে এসে গেট খুলে এসএফআইয়ের কর্মী-সমর্থকরা একপ্রকার জোর করেই ঢুকে পড়েন জেলাশাসকের কার্যালয়ের ভিতরে (SFI Agitation in Barasat)। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের । তুমুল স্লোগান ও বিক্ষোভের জেরে একসময় জেলাশাসকের কার্যালয়ের শাটার নামিয়ে দিতে বাধ্য হন নিরাপত্তা কর্মীরা । এই ঘটনায় এসএফআইয়ের বেশ কয়েকজন কর্মীকে আটক করে বারাসত থানার পুলিশ ।