বিশ্বভারতীতে সেক্স ব়্যাকেট ? অনুপমকে পালটা অগ্নিমিত্রার - অগ্নিমিত্রা পল
🎬 Watch Now: Feature Video
মেদিনীপুরে দলীয় সভামঞ্চ থেকে দলের নেতা অনুপম হাজরাকে একহাত নিলেন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল । সোমবার তিনি বলেন, যা বলেছি ওখানকার (বিশ্বভারতী) মানুষের সঙ্গে কথা বলেই বলেছি । আমি কোনও কন্ট্রোভার্সিতে যেতে চাই না । তবে আমার বক্তব্য স্পষ্ট, বিশ্বভারতীতে সেক্স ব়্যাকেট চলে। এই ঘটনা বাংলার সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে । পুলিশ, সাংবাদিকরা সঠিক তথ্য বের করে এর বিহিত করুক ৷
শান্তিনিকেতনের মাঠে রাতের অন্ধকারে চলে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ৷ বসে সেক্স ব়্যাকেটও । এরকম অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাঁর এই বক্তব্য সমর্থন করেছিলেন অগ্নিমিত্রা পাল । এরপর সেই দাবি উড়িয়ে পালটা প্রতিক্রিয়া দিয়ে বসেন BJP নেতা অনুপম হাজরা । তিনি বলেন, "বিশ্বভারতীতে শিক্ষা জীবন কেটেছে ৷ শান্তিনিকেতনে যে সেক্স রাকেট চলে তা আমার জানা ছিল না বা নেই । বিশ্বভারতীর নামে কেউ ভুলভাল বলবে আর তা মেনে নেব, হতে পারে না । আমি অন্তত এখানে সেক্স ব়্যাকেট চলতে দেখিনি । ফলে কে কী বলেছে, সেটা তাঁর দায়িত্ব । অনুপম হাজরার কড়া প্রতিক্রিয়ার আজ পালটা দিলেন অগ্নিমিত্রা পাল । বলেন, যা বলেছি ওখানকার (বিশ্বভারতী) মানুষের সঙ্গে কথা বলেই বলেছি ।