মমতা-শাহ গলাগলি হচ্ছে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা চলছে : সেলিম - BJP
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6253611-thumbnail-3x2-selim.jpg)
আজ শহরে অমিত শাহ ৷ সেই প্রসঙ্গে মহম্মদ সেলিমের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ " লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের মিটিং নিয়ে কত নাটক করা হয়েছিল ৷ কত জলঘোলা হয়েছিল ৷ হাইকোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছিল ৷ এখন দেখা গেল তিনি (মুখ্যমন্ত্রী) নিজে ভুবনেশ্বরে গিয়ে তাঁকে (অমিত মিত্র) নিজেই আমন্ত্রণ জানিয়ে এলেন ৷ রাজীব কুমারকে বাঁচানোর জন্য বোঝাপড়া শুরু হয়েছিল ৷ বোঝাপড়ার বিনিময়ে সারদা-নারদা কাণ্ড ধামাচাপা পড়ে গেল ৷ অফিসারদের সবাইকে সরিয়ে দেওয়া হল ৷ তাই এটা হচ্ছে উপঢৌকন ৷" অমিত শাহের সভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এই মন্তব্য করেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷