সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি - উত্তর বিধাননগর থানা
🎬 Watch Now: Feature Video
অনুমতি না থাকার কারণ দেখিয়ে সল্টলেকে চাকরিপ্রার্থীদের অবস্থান জোর করে তুলে দিল পুলিশ। অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর উত্তর থানায়। দ্রুত SLST(SSC) নিয়োগের নোটিফিকেশন ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া ও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সল্টলেকে করুনাময়ীতে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের তরফে আজ অবস্থান বিক্ষোভ চলছিল। পুলিশের দাবি, আন্দোলনকারীদের এই অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তাই খবর পেয়ে পুলিশ এসে অবস্থান বিক্ষোভ তুলে নিতে বলে। উঠতে না চাইলে পুলিশ জোর করে তাদের তুলে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীদের আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।