উচ্চমাধ্যমিকে 494 পেয়ে নজরকাড়া ফল শিলিগুড়ির সায়ন্তিকার - শিলিগুড়ির সায়ন্তিকা
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ভালো ফল করল শিলিগুড়ি । তবে সম্পূর্ণ পরীক্ষা না হওয়ায় এবার রাজ্যের মেধাতালিকা প্রকাশ করেনি উচ্চশিক্ষা সংসদ। শিলিগুড়িতে 494 নম্বর পেয়েছে শিলিগুড়ির অদূরে শিবমন্দিরের বাসিন্দা শ্রী নরসিংহ বিদ্যাপীঠের ছাত্রী সায়ন্তিকা রায় । বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেই তার এই সাফল্য। সায়ন্তিকাকে সংবর্ধনা দিতে তার বাড়িতে যান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সুপ্রকাশ রায় ও জেলা শিক্ষা দপ্তরের কর্তারা । সায়ন্তিকা জানায়, "আমি যা আশা করেছিলাম তার চেয়েও ভালো ফল হয়েছে। তাতে আমি খুব খুশি। ভবিষ্যতে আমি IIT নিয়ে পড়তে চাই। " সায়ন্তিকার মা জানান, সায়ন্তিকা ভালো রেজ়াল্ট করবে আমি জানতাম। খুব ভালো ফল হয়েছে।