ধামসা-মাদলের সুরে, মাথায় ঘট নিয়ে আদিবাসী নাচে পা মেলালেন সায়ন্তিকা - আন্তর্জাতিক আদিবাসী দিবস
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12725744-thumbnail-3x2-top.jpg)
সোমবার আন্তর্জাতিক আদিবাসী দিবসে (International Tribal Day) বাঁকুড়ার আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । শুশুনিয়া পাহাড়ের কাছে ছাতনা ব্লকের শিউলিবনা গ্রামে আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি । সেখানে আদিবাসী মানুষদের সঙ্গে অনেকটা সময় কাটান সায়ন্তিকা । তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন । ধামসা মাদলের সুরে, মাথায় ঘট নিয়ে আদিবাসী নাচেও পা মেলান । আদিবাসী মানুষদের কে নিয়ে ভবিষ্যতে তাঁর যে বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে, সেই কথাও জানান অভিনেত্রী ।