সিতাইয়ের ঘটনায় পুলিশকে আক্রমণ সায়ন্তনের - বিজেপি নেতা সায়ন্তন বসু
🎬 Watch Now: Feature Video
"পুলিশ সং সেজে বসে আছে। 15 টা ছেলে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এখানকার সাংসদ, বিধায়ক যেতে পারছে না। আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। আমরা কি বাংলাদেশে আছি নাকি ?" বুধবার বিকেলে বিজেপি কর্মী অনিল বর্মনের বাড়ি যেতে না পেরে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সিতাইয়ে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যেতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সায়ন্তন বসু, সাংসদ নিশীথ প্রামানিক সহ বিজেপি নেতৃত্বরা ৷ বাঁশ বেধে রাস্তা আটকে দেওয়া হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
TAGGED:
বিজেপি নেতা সায়ন্তন বসু