"অনুব্রত মণ্ডল কি বীরভূমের বাপ ?" আক্রমণ সৌমিত্রর - Mallarpur teenager custodial death
🎬 Watch Now: Feature Video
"অনুব্রত মণ্ডল কি বীরভূমের বাপ ?" ঠিক এই ভাষাতেই অনুব্রত মণ্ডলকে কড়া হুঁশিয়ারি দিলেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ । বীরভূমের মল্লারপুরে পুলিশ হেপাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে BJP । আজ রাতে থানা ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে তাদের । তার আগে সৌমিত্র খাঁ বলেন,"অনুব্রত মণ্ডল ও রানা বীরভূমের মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে । অনুব্রত ও থানার OC একজন 15 বছরের কিশোরকে পিটিয়ে মেরেছে । আমরা কি চুড়ি পরে বসে থাকব।"