বিশ্বাসঘাতক শুভেন্দুকে বাংলার মানুষ কোনওদিন ক্ষমা করবে না : সৌগত - BJP
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু বিশ্বাসঘাতকতার কাজ করেছে , বাংলার মানুষ কোনওদিন ক্ষমা করবে না । আজ কাঁথিতে তৃণমূলের সভা থেকে এভাবেই শুভেন্দুকে আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । তিনি আরও বলেন, " এর আগে কাঁথিতে এত বড় মিছিল হয়নি । এই মিছিলই অনেক কিছু বলে দিল । লড়াই করে উঠে এসেছেন মমতা । মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে ।" আজ কাঁথিতে তৃণমূলের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সৌগত রায়-সহ আরও অনেকে । মিছিলের পর সভামঞ্চ থেকে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন সৌগত রায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম ।
Last Updated : Dec 23, 2020, 6:43 PM IST