সমস্ত রীতিনীতি মেনেই সন্ধিপুজো চকদিঘি জমিদারবাড়িতে - Durgapuja 2020
🎬 Watch Now: Feature Video
সমস্ত রীতিনীতি মেনেই সন্ধিপুজো সম্পন্ন হল চকদিঘি জমিদারবাড়িতে । এবারও ভক্তি, নিষ্ঠা, ঐতিহ্য ও পরম্পরা মেনে সেখানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে । এই জমিদারবাড়ির সঙ্গে এক সুদীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে । ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে দশ হাজারী মনসবদারির অংশ হয়ে এক বুন্দেলখণ্ডীয় রাজপুত মানসিংহের সঙ্গে বাংলায় আসেন । তাঁরাই এখানে জমিদারির পত্তন করেন । এরপর তৎকালীন জমিদার সারদাপ্রসাদ সিংহরায়ের আমলে এখানে দুর্গাপুজো শুরু হয় ।
Last Updated : Oct 25, 2020, 11:37 AM IST