প্রথা ভেঙে অব্রাহ্মণ মহিলাকে দিয়ে সরস্বতী পুজো স্কুলে - বারুইপুর
🎬 Watch Now: Feature Video
প্রথা ভেঙে অব্রাহ্মণ মহিলাকে দিয়ে সরস্বতী পুজো করানো হল স্কুলে ৷ বেলিয়াঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল দাসের বক্তব্য, সহেলি সরদার খুবই ভালো মন্ত্র পাঠ করে ৷ উচ্চারণও ভালো ৷ যেখানে রামমোহন, বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকেই নারী শক্তির কথা বলেছে ৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ প্রধান শিক্ষকের এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা ৷