নন্দীগ্রাম-সিঙ্গুরের 'প্রথম সারির নেতারা' আজ বেসুরো : সব্যসাচী - সিঙ্গুরে মাস্টারমশাই আর্তনাদ করছেন
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9762178-thumbnail-3x2-sabaysachi.jpg)
সিঙ্গুরে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু আজ সেখানে কি পরিস্থিতি তা বাংলার মানুষ জানে। সিঙ্গুরে মাস্টারমশাইকে নিয়ে আন্দোলন শুরু হয়েছিল ৷ আজ তিনি কি আর্তনাদ করছেন, আপনারা জানেন। নন্দীগ্রামে যাকে সামনে রেখেছিলেন তিনি আজকে বেসুরে গাইছেন। নন্দীগ্রাম ও সিঙ্গুরে 10 বছরে যা হয়েছে তা ভালো করে জানে বাংলার মানুষ। আজ বিজেপির হেস্টিংস অফিসে এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এই কথা বলেন, সব্যসাচী দত্ত ৷ তৃণমূল কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যে আন্দোসনে নামার হুমকি দিয়েছে ৷ এমনকি শাসক দলের কয়েকজন নেতা-নেত্রী হরিয়ানায় কৃষক বিক্ষোভে সামিল হতে পারেন ৷ এই বিষয়ে সব্যসাচী কটাক্ষ করে বলেন, "এখন আর তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল নেই। কৃষি বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী আর রাস্তায় নেমে লাভ নেই। সবাই জানে রেড রোডের আশেপাশে দোপাটি আর তুলসী গাছ ছাড়া কৃষি কাজ হয়নি।"